আবদুল মালেক সিকদার, রামু
রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী দিনেই জয়লাভ করেছে চকরিয়া শেখ জামাল ক্লাব। প্রতিদ্বন্দিপূর্ণ খেলায় চকরিয়া শেখ জামাল ক্লাব ৫-১ গোলে কক্সবাজার জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, চকরিয়া শেখ জামাল ক্লাবের কামরুল হাসান রফিক (৫নং জার্সি)।
শুক্রবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ১৬টি ফুটবল দল এ টুর্ণামেন্টে অংশ নিচ্ছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতা করেন। রামুর কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া উদ্বোধক ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো প্রমূখ।

উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধের ১২ মিনিটে চকরিয়া শেখ জামাল ক্লাবের ২০ নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় ভ্যান গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। ১৬ মিনিটে ১০ নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় চুকু আরও একটি গোল করে শেখ জামাল ক্লাবকে ২-০ গোলে এগিয়ে নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে চকরিয়ার খেলোয়াড় চুকু আবারও গোল করে দল ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে কক্সবাজার জেলা ফুটবল একাডেমির ১০নং জার্সি পরিহিত সায়েম গোল করে দলকে ৩-১ গোলের ব্যবধানে নিয়ে আসে। পাল্টাপাল্টি আক্রমণের এ খেলায় দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে ও ২৮ মিনিটে শেখ জামাল ক্লাব আরও দুইটি গোল করে। এতে চকরিয়া শেখ জামাল ক্লাব ৫-১ গোলে জয় লাভ করে মাঠ ছাড়ে।

খেলা পরিচালনায় আবুল কাশেম কুতুবী রেফারী, সুমন দে, বোরহান উদ্দিন, কামরুল আহসান সোহেল সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক নীতিশ বড়–য়া ও সুশান্ত পাল বাচ্চু। খেলার ধারাবিবরণী বর্ণনা করেন, সাংবাদিক দর্পণ বড়–য়া ও বিপ্লব মল্লিক। চকরিয়া শেখ জামাল ক্লাব : মুস্তফা, রফিক (অধিনায়ক), রিমন, রবি, ওবাইদুল্লাহ, সালাউদ্দিন (সহ. অধিনায়ক), আরফাত, সাইফুল মুন্না, ভ্যান, চুকু, শেজু, বিজয়, আমুর আলী, সৈনিক ও জিসান। কক্সবাজার জেলা ফুটবল একাডেমি : রিদুয়ান, রাসেল, ছয়েদুল, হেলাল, মামুন, বেলাল, সায়েম, মুবিন, সাহেদ, আরমান, আজিজ, জসিম, নুর মোহাম্মদ, আলভি, সাঈদি। আজ (২০ মার্চ) শনিবার রামু ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের দ্বিতীয় দিনের খেলা মহেশখালী শহীদ ওসমান গণি স্মৃতি সংসদ বনাম কিং ইলাভেন ঈদগাঁও, কক্সবাজার।