মোহাম্মদ ইউসুফ নবী:
জীবন তুমি বিধাতার এক অনন্য দান
জীবনই আশা জীবনেই মান।
পরিসরে নাতিদীর্ঘ তুমি যাপনে বৈচিত্র্য
কালের আবর্তে আঁক তুমি এক আলেখ্য সচিত্র।
বহুকালে বহু মানব আসি এ ধরাধামে
এঁকেছ পদাঙ্ক তব পাপে আর পূণ্যে।
ধর্মে,বর্ণে,কর্মে হয় কেউ প্রাতঃস্মরণীয়
কতজন যে হারায় গহীনে হয়ে নগন্য।
বিজেতা -বিজিত,শোষক-শোষিত,অজেয় কত কেউ
বিজ্ঞ -অজ্ঞ, ধনী-দরিদ্র,বঞ্ছিত ছিল যেও।
স্রষ্টা-সৃষ্টি, অপরু কৃষ্টি বুঝা মেলা ভার
আপনাকে দর্শীলে মিলে প্রভুর মহিমা অপার।
কত শত জনে খুঁজে ফিরিছে জীবন তব অর্থ যুগে যুগে
দিনশেষে তবু ঘরে ফেরা তাদের ব্যর্থ মনোরথে।
ক্ষণিকের এ জীবনে অসীম কল্পলোকে আঁকি কত কী
অতৃপ্ত বাসনায় অভিলাষী জন বুঁজে ক্লান্ত আঁখি।
জানা অজানা কত জনা এ ধরায় আসে যায়
সহস্র মায়াজালের মোহে কত যে বাঁচবার চায়।
যে লিখন লিখেছে বিধি খন্ডাতে কেউ নারি
কাল স্রোতেই ডুবে এ স্বপ্নীল তরী।
মোহাম্মদ ইউসুফ নবী
প্রভাষক (নিয়োগপ্রাপ্ত),ইতিহাস বিভাগ,ককক্সবাজার সিটি কলেজ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।