প্রেস বিজ্ঞপ্তি :

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পঞ্চম ম্যাচে মরিচ্যা পাড়াবাড়ী ফুটবল একাডেমীকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে, রামু’র সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ। মঙ্গলবার (২৩ মার্চ) অনুষ্ঠিত খেলায় রামু’র ‘সম্প্রীতি কচ্ছপিয়া একাদশে’র কাছে ১-০ গোলে পরাজিত হয় মরিচ্যা’র ‘পাড়াবাড়ী ফুটবল একাডেমী’। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, সম্প্রীতি কচ্ছপিয়া একাদশের রাশেদ (৯নং জার্সি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রামুতে অনুষ্ঠিত হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন, কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

মঙ্গলবার বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পঞ্চম দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন, ইডিসি আর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. নাছির উদ্দিন। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. নবু আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ ও সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া শিপন জানান, কক্সবাজার জেলার ১৬টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। রামুর সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের সার্বিকভাবে পরিচালনায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধের খেলা গোল শূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২ মিনিটে রামু’র সম্প্রীতি কচ্ছপিয়া একাদশে’র শিবু (১১নং জার্সি) গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে, মরিচ্যা’র ‘পাড়াবাড়ী ফুটবল একাডেমী’। আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় উভয় দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও আর কোন গোল করতে পারেনি। এতে খেলা ১-০ তে শেষ হয়। এ খেলায় জয় নিয়ে রামু’র ‘সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের আন্দোলিত করেছে। খেলা পরিচালনায় আবুল কাশেম রেফারী, মো. আনিসুল হক, মনজুর আলম ও মো. ইসমাইল সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুশান্ত পাল বাচ্চু ও ওমর ফারুক মাসুম। খেলায় ধারাভাষ্যে ছিলেন, বেলাল আজম হেলালী।

রামু’র সম্প্রীতি কচ্ছপিয়া একাদশ : সাদেক (গোলরক্ষক), বেলাল (অধিনায়ক), জিয়া, শিবু, নুরুল ইসলাম, ইমন, ফারুক, সোহরাব, বেলাল, রাশেদ, জামশেদ, রিপন। দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, হেলাল, আবছার, কাজল, মামুন, কামরুল, তাজু, মিছবাহ ।

মরিচ্যা’র পাতাবড়ী ফুটবল একাডেমী : তারেক (গোলরক্ষক), আবুল কালাম (অধিনায়ক), সৈয়দ করিম, মনির হোসাইন, মো. সোহেল, আবদুল্লাহ, বাহাদুর, হারুন, কামাল, বেলাল, সালাউদ্দিন। দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, আবুল কালাম-২, আবুল কালাম-৩, সোহেল সিকদার।

২৪ মার্চ বুধবার রামু ষ্টেডিয়ামে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের ষষ্ঠ দিনে ‘কুতুবদিয়া ক্রীড়া পরিষদ’ বনাম ‘যুব একাদশ, রামু’র খেলা অনুষ্ঠিত হবে।