কাপুরুষ
– নীলোৎপল বড়ুয়া
(মিয়ানমারের নিপীড়িত জনগণকে উৎসর্গ)
আমার আছে অসংখ্য প্রাণ
তোমার আছে কী?
তোমার শক্তি শুধুই বুলেট
ভাবো একবার দেখি!
হত্যা তুমি যতই চালাও
থাকবে প্রাণের রেশ,
বুলেট তোমার ফুরিয়ে যাবে
প্রাণ হবে না শেষ।
হাজার প্রাণ উঠবে জেগে
একটি প্রাণ থেকে,
যতই রাঙাও হাত তোমার
আমার রক্ত মেখে।
মানুষ তুমি নও তা জানি
তুমি কাপুরুষ,
অস্ত্র দিয়ে শক্তি দেখাও
সাজো বীরপুরুষ।
তোমার আছে ইউনিফর্ম
নগ্ন আমার দেহ,
তোমার বুটের শব্দে মোরা
ভয় পাই না কেহ।
অস্ত্র দিয়ে দমিয়ে মোদের
কর বাহাদুরী,
জয় আমাদের হবেই দেখ
যতই আমরা মরি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।