অমর একুশে বইমেলা উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ বাংলাদেশ এর আয়োজনে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী কবি আজিজুল আম্বিয়ার লিখা “ভালোবাসার স্বপ্নবিলাস” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে শনিবার বিকাল ৪.৩০ টায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ।
বিশ্ব কবিমঞ্চের সভাপতি পুলক কান্তি ধর এর সভাপতিত্বে আর সুহেলি সায়মা সেঁজুতির সঞ্চালনায় বর্ণিল প্রকাশনা উৎসবের স্বাগত বক্তব্য রাখেন কবি ও আইনজীবী গোলাম কিবরিয়া । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কবি ড.শমরেশ দেবনাথ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কবি সৌমিত্র দেব টিটু প্রধান সম্পাদক দৈনিক রেড টাইমস পত্রিকা, লায়ন মতিউর রহমান টিপু সভাপতি সজীব ওয়াজেদ জয় পরিষদ, প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি সাধারণ সম্পাদক বনপা ও সদস্য সচিব জাতীয় অনলাইন প্রেসক্লাব, গোলাম কবির আহমদ চেয়ারম্যান প্রিয়বাংলা স্যাটেলাইট, আনহার শমসাদ নির্বাহী সম্পাদক দৈনিক আপন আলো, সাইফুর রহমান তালুকদার প্রধান সম্পাদক দৈনিক আজকের সিলেট প্রমুখ। বক্তারা বলেন, আজিজুল আম্বিয়া একজন বিচক্ষণ লেখক , তিনি তাঁর লেখার প্রথমে মহান আল্লাহর নাম দিয়ে শুরু করেছেন তারপর নবী, মাঝখানে প্রেম, ভালোবাসা, সংসার, জীবন এবং সবশেষে আবার নবী দিয়ে শেষ করেছেন । তাই এই বইটিতে একসাথে অনেক কিছুর পাওয়া ও শেখার আছে । বক্তারা বইটি পড়তে এবং সংগ্রহ করতে পাঠকদেরকে পরামর্শ দেন।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে কবি হাফসা ইসলাম এর কাব্যগ্রন্থ নিশ্চুপ দহন, কবি রুবেল সাজিদ এর কাব্যগ্রন্থ বিবর্ণ দৃষ্টি, কবি সুমা দাশ ও কবি রাব্বানি খান কৌশিকের যৌথ কাব্যগ্রন্থ পারিজাত এর ও মোড়ক উম্মোচন করা হয় ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।