সিবিএন ডেস্ক:

কক্সবাজারের সন্তান সিডনী প্রবাসী জনপ্রিয় গীতিকবি, লেখক ও প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুনের কাতারের প্রবাসজীবন নিয়ে রচিত দ্বিতীয় গ্রন্থ “ কাতারে জীবন যেমন” সম্প্রতি ঢাকা গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে । নিজের অর্ন্তভেদী দৃষ্টি দিয়ে তিনি তাঁর কাতার প্রবাসজীবনকে দেখেছেন অন্য চোখে। সাগরের মাছ ও মুক্তা আরোহনের উপন নির্ভরশীল একটি দরিদ্র দেশ থেকে দ্রুত উন্নয়নের শীর্ষে উঠে আসা কাতার, কাতারের উপর আরোপিত সাম্প্রতিক অবরোধের নেপথ্য কাহিনী একং কাতারের প্রবাসী মানুষের দিনলিপি তিনি তুলে এনেছেন একজন নিপুণ জহুরির চোখে। পাঠকমাত্রই অভিভূত হবেন। বইটি ঢাকার বই মেলার ২৪০ নং স্টল ও রকমারী ডট কমে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, কাতারের জীবনাচার, বিশেষ করে শ্রমজীবী প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখের কথা নিয়ে ২০১৭ সালে প্রকাশিত হয় গ্রন্থ“কাতারে বহতা সময়”। দেশে ও প্রবাসে এই বইটি পাঠকদের অকুন্ঠ সমাদর পেয়েছে।