-ওয়ারদাতুল জিনান
তোমারি পানে দুহাত তুলেছি
ক্ষমা করো হে নিখিলপতি,
পাপী- তাপী অতি নগণ্য আমি
তুমি যে দয়াময়, হে মহাজ্ঞানী।
ফুলে ফলে সুশোভিত এই অবনী
পাখির কন্ঠে সুললিত ধ্বনি,
গগনে খচিত তারকারাজি
সৃজিলে সবই- তুমি অধিপতি।
তোমার ইশারায় চলে পৃথিবী
উঠে রবি- শশী, হয় দিবা- নিশি,
তোমারি কৃপায় ধন্য আমি
তোমারি চরণে হৃদয় সঁপেছি।
ফিরিয়ে দিওনা ওহে কৃপানিধি
তোমারি কৃপায় দাও মোরে ভরি,
তোমারি আরশে রেখো নিরবধি
তুমি প্রভু মোর -হে অন্তর্যামী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।