ভালোর সাথে আলোর পথে প্রথম আলো বন্ধুসভা সবসময় এগিয়ে যাচ্ছে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করে।
সারা বাংলাদেশে বন্ধুসভার উদ্যোগে প্রতিদিন কোনো না কোনো ভালো কিছু হচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুসভা,কক্সবাজার।
কক্সবাজার বন্ধুসভার সারাদেশ ব্যাপী একটি সুনাম রয়েছে, যে সুনাম তারা কাজের মাধ্যমে অর্জন করেছে।
কক্সবাজার বন্ধুসভা ভালো কিছু করে সবসময় সুন্দর পরিবর্তনের জন্য একটি বার্তা দশও দেশের মাঝে পৌঁছে দেয়।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে কক্সবাজার বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুস রানা ভাইয়ের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় কক্সবাজার এ-র সকল বন্ধুসভার কমিটির সহযোগিতায় ও অংশগ্রহণে মার্চ মাসের ২৪ তারিখ দীর্ঘ ১০০ কিলোমিটার মাদকবিরোধী রোডমার্চ এর আয়োজন করা হয়।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রোড়মার্চ বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং জিরো পয়েন্টে গিয়ে মাদকবিরোধী রোড়মার্চ শেষ হয়।
সেখানে ১২০ জন বন্ধু নিয়ে দীর্ঘ মানববন্ধন শেষ করে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
এই মাদক বিরোধী রোড়মার্চ থেকে আমরা যে বার্তাটি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে সারাদেশে কক্সবাজার এর মাদকের জন্য একটি বদনাম রয়েছে , সেই বদনাম থেকে রেহাই পেতে এবং বাংলাদেশকে মাদকমুক্ত করতে আমরা বাংলাদেশের যুব সমাজকে মাদকবিরোধী ঐকবদ্ধ হওয়ার আহবান করছি।
আমরা বিশ্বাস করি,যুবসমাজ যদি জেগে না উঠে তাহলে কোনো পরিবর্তন সম্ভব নয়।
মাদক একটি ভয়াল থাবা, যে থাবায় ধ্বংস হতে একটি পরিবার,সমাজ এবং দেশ।
মাদকের কারণে হাজার মানুষের প্রাণহানি ঘটে যেটি কখনও কাম্য নয় কিন্তু তা প্রতিনিয়ত হচ্ছে। একটি যুবকের সুন্দর ভবিষ্যতকে ধ্বংস করতে মাদকাসক্ত হওয়ায় যথেষ্ট।
এই মাদকাসক্তির কারণে মা হারাচ্ছে তার সন্তান,স্ত্রী হারাচ্ছে তার স্বামী,বোন হারাচ্ছে তার ভাইকে।
আমরা চাই না,যেদেশের যুবকের কাঁদে ভর করে দেশ স্বাধীন হয়েছিল সেই দেশের যুবক মাদকাসক্ত হয়ে দেশকে খাদের কিনারে ফেলে দিক।
কক্সবাজার বন্ধুসভা সবসময় বিশ্বাস করে এই দেশের যুবকের হাত ধরে দেশ তার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।
কক্সবাজার বন্ধুসভা ভালো পরিবর্তনের জন্য শুরু থেকেই ভালো কিছু করে যাচ্ছে,যাতে করে এদেশের যুব সমাজের চিন্তায় সুন্দর একটি পরিবর্তন আসে।
যে পরিবর্তনে ফলে সুখে থাকবে একটি পরিবার, একটি সমাজ সর্বোপরি একটি দেশ।
তাই আসুন সবাই মিলে প্রিয় বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলি।
রুহুল আমিন
সভাপতি,
বন্ধুসভা কক্সবাজার
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।