আবু হেনা মোস্তফা কামাল
শত কোটি বছর সময় পেরোলো,
কত অঘাট,ঘাট; অপথ, পথ হলো।
প্যাডেল পায়ে, রগ ওঠেছে ফুলে
একি পা কেন ভেজা?
ঘামে ভেসেছে ওই দুটি পা
সহজেই যায় বুঝা।
করাতের তলে রক্ত ঝরছে
অার বিদ্যুৎে পুড়ে হাওয়া,
এতো স্বাভাবিক শ্রমিক তোমার
খননেতে সমাধি হওয়া।
বুর্জ খলিফা, তাইপে১০১,
পেট্রোনাস টুইন টাওয়ার,
উইলিস,ওয়ার্ল্ড ট্রেড সেন্টার,
এ শুধু তোমার পাওয়ার!
ড্যানইয়াং, উইনান উইহে,
সেই গ্র্যান্ড ব্রিজ তিয়ানজিন
এতে তুমি ছিলে, অাছে,
তুমিই রবে চির অমলিন।
চীনের প্রাচীর, তাজমহল-
জৌলুসে নন্দিত এ ধরা
খোদার শপথ, এ অসম্ভব!
হে শ্রমিক তুমি ছাড়া।
কলেতে তুমি, রেলেতে তুমি
তুমি সর্বত্র, জলে, স্থলে,
তুমি ছাড়া সভ্যতার চাকা
স্তব্ধ, অচল, টলমলে।
ওরা মিছে করে গৌরব
যায় ক্রুর মেকি হেসে,
জানে কংক্রিট,জানে দালান
এতে অাছো তুমি মিশে।
ক’টাকা তুমি মজুরি পাও,
ক’টাকাই বা তোমার খরচ?
তা দিতে গিয়ে চোখে মুখে এদের
যত রাজ্যের গরজ।
‘৮৬ তে শিকাগো শহরে
হে মার্কেটে তুমি
ন্যায্য শ্রম অার মজুরি দাবিতে
রঞ্জিত হলো ভূমি।
১লা মে স্বীকৃতি পেলো
কেবল পেলে না তুমি,
৩৬৪ দিন লাথি গুতো
১ দিন প্রেমে চুমি।
হাতুড়ি, পেরেক, কালো ধোঁয়া ঘামে,
তবুও জালিমের ত্রাসে ১লা মে নামে।
০১/০৫/২০১৯
বুধবার, বিকাল ২ টা
পশ্চিম মুক্তারকুল, ঝিলংজা, কক্সবাজার।।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।