ফেসবুক কর্ণার:
কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটির পেছনে রয়েছে ছোট্ট ইতিহাস। ভবনটির জন্য ডিও লেটার দিয়েছিলেন তৎকালীন মাননীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি। স্কুৃলের সভাপতি ছিলেন আমার মরহুম পিতা বখতিয়ার আহমদ মেম্বার। প্রথমে ভবনটি ১ তলা শেষ হয়। সেটির উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। তখনও সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন আমার পিতা। পরে ভবনটি যখন উর্ধ্বমুখী সম্প্রসারনের জন্য আবেদন করা হয় তখন আবারও ডিও লেটার দেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি। সেদিন ডিও লেটারের জন্য আমি নিজে স্বয়ং গিয়েছিলাম আমাদের প্রধান শিক্ষকের সাথে। আজকে সেই ভবন দৃশ্যমান। এটিই এখন সর্বোচ্চ ভবন এই স্কুলের। এই স্কুলের যতগুলো উন্নয়ন তার পিছনে ছিলো আমার বাবার অবদান। বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো, ডিজিটাল হাজিরা সহ আরো নানা কিছু। উন্নয়নের মূল চাবিকাঠি সরকারের হাতে। কিন্তু সে উন্নয়ন গুলোকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব। আজকে আর কথা বাড়ালাম না। সময়ের প্রয়োজনে আরো অনেক কথা জমা রাখলাম। সময় হলে বলবো। এই বিদ্যালয় আমার শৈশবের প্রান। এই বিদ্যালয়ের উন্নয়ন মানে আমার এলাকার উন্নয়ন….
সবার জন্য শুভ কামনা…..
Helal Uddin(Engineer Helal Uddin) মেম্বার এর ফেসবুক টাইমলাইন থেকে।