-সাফিয়া নূর মোকাররমা
ইয়াসের ভয়াবহতায় কাঁপছে এবার বুক
দুঃখের মাঝে দিস নারে দুঃখ
কেড়ে নিস না রে সুখ।
সবুজ রঙের অরণ্যে ফুটছে কত ফুল
লুকিয়ে রাখা ফুল কলিদের থাকবেনাতো কূল।
ঘূর্ণিঝড়ের কথা শুনে কাঁদছে কত পাখি
করোনার এই ভয়ের মাঝে তুই আর নাকি বাকি?
বন্দী জীবন সুখেরই ছিল ভয় ছিলনা ঘরের
তুইতো আবার করিছ না রে আপন কাউকে পরের।
যুদ্ধ করলে কাজ হবে না আদেশ তো উপরে
সবাই মিলে হাতটা তুলি প্রভুর দুয়ারে।
ভয় পেলে তো কাজ হবে না অশ্রয়গ্রহণ করি
ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সবাই রবের কথা স্মরি।
ঘূর্ণিঝড় ইয়াস
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
