প্রেস বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক ভারপ্রাপ্ত আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ, নেত্রেকোণা নিবাসী আল্লামা ফজলুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ( ৩ জুন) বিকাল ৪ টায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে সন্তানের জনক।
বরেণ্য এ ইসলামী রাজনীতিবিদের ইন্তেকালে দেশের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।
নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক:
দেশর বর্ষীয়ান রাজনীতিবিদ, বিদগ্ধ আলেমেদ্বীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক ভারপ্রাপ্ত আমীর আল্লামা ফজলুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, যুগ্ম মহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সিনিয়র সহ-সভাপতি বিএম আমির জিহাদী, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা ফজলুর রহমান রহ. ছিলেন, আল্লামা আতহার আলী রহ.,আল্লামা সৈয়দ মুসলেহ উদ্দিন রহ. ও খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ., আল্লামা মনজুরুল হক রহ. সহ উপমহাদেশের প্রথিতযশা ইসলামী রাজনীতিবিদগণের একান্ত সান্নিধ্যধন্য একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি আজীবন ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় সরব ছিলেন। জীবন সায়াহ্নকালেও জাতীয় রাজনীতি ও ঈমানী ইস্যুতে আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ছিলো। অশীতিপর এ প্রবীণ নেতা পার্টির প্রায় কেন্দ্রীয় কর্মসূচিতে শরীক হওয়ার জন্য ছুটে যেতেন। জীবন সায়াহ্নে এসেও তাঁর স্মৃতিশক্তি ছিল প্রখর। তিনি অত্যন্ত কর্তব্যপরায়ণ, পরিস্থিতি সচেতন, দরদী ও চৌকস অভিভাবক ছিলেন। ব্যক্তিগত জীবনে নির্লোভ, নিভৃতচারী বরেণ্য এ আলেমেদ্বীন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী, সত্যের পথে অটল-অবিচল। দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম ও সমাজ শুদ্ধির আন্দোলনে প্রথিতযশা এ আলেমেদ্বীনের অবদান চির ম্মরণীয় হয়ে থাকবে। আজ এমন একজন অকৃত্রিম অভিভাবককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আল্লাহ তা’আলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেজামে ইসলাম পার্টির নেতা আল্লামা ফজলুর রহমানের ইন্তেকাল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।