সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলা আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুরুশকুল ইউনিয়ন। পিএমখালী ইউনিয়নকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় খুরুশকুল।
৯ জুন বাহারছড়া গোল চত্ত্বর মাঠে বিকাল সাড়ে ৪ টায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় খুরুশকুল বনাম পিএমখালী। খেলার শুরুতে পিএমখালী দল কিছুটা ভাল খেললেও পরে খুরুশকুলের গোছালো খেলার কাছে পাত্তাই পায়নি তারা। এর ফলে ১৮ মিনিটে খুরুশকুলের এহসান গোল করে দলকে এগিয়ে পরে দ্বীতিয়ার্ধের খেলায় নেমে ৫০ মিনিটে তারেক,৫২ মিনিটে কমল,৫৮ মিনিটে ওয়াহিদ,সব শেষে আবার তারেক গোল করে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় খুরুশকুল। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার সুইটি।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুগ্ন সম্পদক ও পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, পিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার আবদু রহিম, খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান।
এতে সেরা গোলকিপারের ট্রফি অর্জন করে খুরুশকুলের জয়নাল,সেরা গোলদাতা পিএমখালীর আরাফাত,সেরা খেলোয়াড় খুরুশকুলের কমল। খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী,সুমন কান্তি দে,ওমর ফারুক মাসুম,কামরুল আহসান সোহেল। উল্লেখ্য গত ২৬ মার্চ খুরুশকুল ডেইলপাড়া মাঠে অনুষ্টিত আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মারামারি জনিত কারনে বন্ধ হলে সেই খেলা গতকাল সম্পন্ন হয়।