মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিভীষণ কান্তি দাশ (১৬৮৬৫) কে কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৭২ নম্বর স্মারকে উপসচিব শাহীন আরা বেগম পিপিএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিভীষণ কান্তি দাশ সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তা’কে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়।
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া বিভীষণ কান্তি দাশ ২০২০ সালের ১৮ আগস্ট থেকে কুমিল্লা জেলার চান্দিনার ইউএনও হিসাবে কর্মরত রয়েছেন। বিভীষণ কান্তি দাশ’কে আগে ভিন্ন একটি আদেশে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছিল। সে আদেশটি একই প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ ২টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।