বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ কায়সার নামের এক যুবককে বর্বর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হামলার শিকার কায়সার দক্ষিণ ঘোনার পাড়ার জামাল আহমদের পুত্র।

দক্ষিণ ঘোনার পাড়ার মৃত মোঃ আলীর ছেলে মোঃ শাহিন ও মোঃ নুরসার পুত্র রমজানের নেতৃত্বে কয়েকজন যুবক এই নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার যুবক মোঃ কায়সার জানান, তিনি ও নির্যাতনকারী শাহিন ও রমজান সৈকতে ব্যবসা করেন। বহুদিন আগে সেখানে তাদের মধ্যে মনোমালিন্য হয়। সেই পূর্ব ক্ষোভের জের ধরে বৃহস্পতিবার সকালে বাড়ি হতে বের হয়ে কাজে যাওয়ার পথে শাহিন ও রমজানসহ কয়েকজন মিলে মোঃ কায়সারকে পথ থেকে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার পর লোহার শিকল দিয়ে পুরো শরীর বেঁধে ব্যাপকভাবে মারধর করে। তারা একাধারে অনেক সময় ধরে বেধড়ক মারধর করে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এখন তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যদিকে হামলাকারীরা মোবাইল চুরির অপবাদ তুলে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার মো: কায়সারের পরিবার।

হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের পরিবারের সদস্যরা।