অনলাইন ডেস্ক: গতকাল (১১ জুন) মধ্যরাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাতি চরিত্র শওকত আলী তালুকদার ওরফে নিপু মারা গেছেন।
জানানো হয়, রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গুজবটি ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত হন নিপু। পরিচিত এক শুভাকাঙ্ক্ষীর ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করেন তিনি। নিজেই জানান, বেঁচে আছেন তিনি।
নিপু বলেন, ‘আমি আপনারদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনও একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।’
শওকত আলী তালুকদার নিপু টানা ২৮ বছর ধরে ‘ইত্যাদি’র নানা-নাতি-নানি নাট্যাংশে অভিনয় করে যাচ্ছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকেরা সাদরে গ্রহণ করে তাকে।
নিপুর গ্রামেরবাড়ি জামালপুর। থাকেন রাজধানীর উত্তরায়। ছোটবেলা থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে পরিবার ও বন্ধুদের হাসাতেন। হানিফ সংকেতের সঙ্গে তার পরিচয় হয় ১৯৯৩ সালে। রাজারবাগ পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে নিপুর পারফরমেন্স ভালো লাগে তার। তিনি তখন তাকে ইত্যাদিতে নাতির চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। অন্য কাজ করলেও এই ভূমিকাতেই নিপু সর্বাধিক পরিচিত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।