সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সদস্য শহীদ উল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৪ জুন) রাত ৮টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফুয়াদ আল খতিব হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ী মহেশখালীতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সদস্য শহীদ উল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জয়নাল আবেদীন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।