এম বশির উল্লাহ,মহেশখালী:
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুন (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী নৃ-গোষ্ঠী ও রাখাইন সম্প্রদায় নেতা মংরি প্রু।
এসময় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ২৩৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১০ টি বাই সাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।