সাধারণত প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালন করা হয়। এ বছর ৩য় রবিবার হিসেবে ২০ই জুন পালিত হবে বিশ্ব বাবা দিবস । সাধারণত বাবাদেরকে ভালবাসার বহিঃপ্রকাশের জন্য কোন বিশেষ দিন প্রয়োজন হয়না তবুও পিতার প্রতি সম্মান শ্রদ্ধা আর ভালবাসা প্রকাশ করে সারা বিশ্বে এ দিনটি সন্তানেরা বিভিন্নভাবে পালন করে থাকেন । হাজারো কষ্ট সহ্য করে তিলে তিলে যে সন্তানকে বড় করে তুলেছেন তিনি আমাদের বট বৃক্ষ ,তিনিই আমাদের বাবা। আমরা অনেক সময় মন খুলে বলতে পারিনা কেমন ভালবাসি তাকে আমরা। এই বিশেষ দিনটি উপলক্ষে Youth Alliance For Sustainable International Development-YASID ও মেগামার্ট কক্সবাজার এর যৌথ উদ্যোগে “খোলা চিঠি” নামক ইভেন্ট। হোক না, ভালোবাসার প্রকাশ টুকু লেখার মাধ্যমে।
ইভেন্টের বিষয় : -“বাবা দিবসে তোমার বাবাকে বল”।
যেভাবে পাঠাবেন : আগ্রহীগন তাদের মনের না বলা কথাগুলো ডায়রি কিংবা খাতায় লিখে ছবি তুলে পাঠাতে হবে yasid.org@gmail.com এ অথবা Youth Alliance For Sustainable International Development – YASID এর অফিসিয়াল পেইজ এর ইনবক্সে
সাথে থাকতে হবেঃ
১)আপনার নাম,
২)ঠিকানা,
৩)মোবাইল নম্বর..
পাঠানোর শেষ সময়সীমা : ২০/৬/২০২১
লিখাটি হতে হবে ৫০ শব্দের মধ্যে
উক্ত ইভেন্টের সেরা ৩ জনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।