মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer-AO) খোরশেদ আলম তাঁর ২ সন্তান সহ করোনা আক্রান্ত হয়েছেন। রোববার ২০ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তিনি সহ তাঁর পরিবারের ৩ সদস্যের নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমের করোনা আক্রান্ত হওয়া ২ সন্তান যথাক্রমে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অনন্ত ও কক্সবাজার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সুবর্ণ। কক্সবাজার শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও তাঁর সন্তানদ্বয় গত ১৮ জুন থেকে জ্বর, সর্দি সহ বিভিন্ন করোনা উপর্সগে আক্রান্ত হন। কক্সবাজার সত্যেন সেন শিল্প গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম ও তাঁর দুই সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার নিজ বাসায় আইসোলেসনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর ২ সন্তানের শরীরে করোনার খুব একটা উপসর্গ নেই বলে জানা গেছে।
মরহুম আবুল বশর ও মরহুমা ওলেমা বেগমের সন্তান বিশিষ্ট সংস্কৃতি কর্মী খোরশেদ আলম ও তাঁর দুই সন্তানের সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর সহধর্মিণী নাজমা আক্তার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।