ফেসবুক কর্ণার:
বোতলের গায়ে ‘ভ্যাটসহ সর্বোচ্চ খুচরা মূল্য’ শব্দটা কালোরঙে স্পষ্ট করে লেখা। কিন্তু ‘টাকা’ লিখেছে অস্পষ্ট-ঝাপসাভাবে, যাতে ‘প্রকৃত দাম’ সহজে দেখা না যায়।
খুব তীক্ষ্ণ নজরে দেখলাম। লেখা আছে ৬৬০ টাকা। অথচ দোকানদার পাঁচ লিটার তেলের দাম নিল ৭০৫ টাকা।
RUPCHANDA তেলের সব বোতলে এভাবে ‘চালাকি মূল্য’ বসানো হয়েছে। যাকে চরম ‘তেল দুর্নীতি’ বলা যেতে পারে!
কোম্পানি, ডিলার, খুচরা দোকানদার সবাই দুই নাম্বার। সব স্তরে দুর্নীতিবাজ। তাদের ধরবে কে❓
★বিশ্বাসে আঘাত করলো RUPCHANDA
🎯থমকে গেছে জেলা প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম। নিরব কেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক?
সদা সত্য বলি। কখনো মিথ্যা বলিব না।
Imam Khair -এর টাইমলাইন থেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।