সেই পাখিটা

প্রকাশ: ২২ জুন, ২০২১ ০৭:১৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শাফকাত শফিক

দেয়া যখন বৃষ্টিপাতে ব্যস্ত
একটি পাখি আমার ঘরে আসে,
কানে কানে গান শুনিয়ে
মিষ্টি করে হাসে।
বলতে থাকে ওই যে দেখো
মেঘেরা সব করছে বকাবকি,
আমি এমন কোলাহলে
কেমনে বলো থাকি?

আকাশ পানে দেখি কালো মেঘের ছড়াছড়ি
মনের ভেতর এক চিলতে রংধনূর বাড়াবাড়ি,
নীল রংটা কোথায় যেনো উধাও হয়ে গেছে
সাদা কালো মেঘে আজ আকাশ ঢেকে  আছে,
অসময়ে  মাথায় খেলাম টোকা
সাথে আমার ভাবনাগুলো দিয়ে গেল ধোঁকা।

হঠাৎ করেই বৃষ্টি এলো জেঁকে
গাছগুলো সব নড়ে একেঁবেঁকে,
পড়লো আমার ভাংগা কুটির পানে
যেখানটাতে ঢাকা ছিল ছই মোড়ানো ধানে,
গাছগুলো সব দোলছে দেখ আমার কুটির ঘেষে
ঝরঝর বৃষ্টি প্রপাত ঝপাৎ ছলাৎ হেসে!

 

লেখক: শাফকাত শফিক
শ্রেণি:একাদশ
বিভাগ:মানবিক
কক্সবাজার সিটি কলেজ