মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু’র কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রীকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ শফি আর নেই। মঙ্গলবার ২২ জুন তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও মরহুমের সহপাঠী এডভোকেট নেজামুল হক সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই গুনী শিক্ষকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাস্টার মোঃ শফি মৃত্যুকালে দু’পুত্র, দু’কন্যা, স্ত্রী, অসংখ্য শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বুধবার ২৩ জুন সকাল ১০ টায় ফাক্রীকাটা মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে এডভোকেট নেজামুল হক জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।