জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:

বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা নিশ্চিত করণের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে নাইক্ষ্যংছড়ি বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনার উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ও পুলিশ প্রশাসন। নাইক্ষ্যংছড়ি-চাকঢালা প্রধান সড়কের প্রবেশদ্বার, হাজী নবী মার্কেট, ধুংরী হেডম্যান পাড়া মার্কেটসহ নাইক্ষ্যংছড়ি বাজার এলাকা সহ ৮টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামরা বসিয়ে বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করেছেন নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি। ২২ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি বাজার পরিচালনা কমিটি কার্যালয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতাধীন কন্ট্রোল রুম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
ওসি আলমগীর হোসেন জানান, পর্যায়ক্রমে নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা এবং বাজারগুলো সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলমান রয়েছে। উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ রহস্য উদ্ঘাটনে এসব ক্যামেরা সহায়ক হিসেবে কাজ করবে। বাজার ব্যবসায়ীদের অংশগ্রহণে এই কার্যক্রম সফলতা পাচ্ছে। পুলিশের তদন্ত কাজে সহায়তার পাশাপাশি পুরো বাজারবাসী এর সুফল পাবেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া মামুন, সাধারণ সম্পাদক ডা. ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অাহবায়ক কমিটির নেতৃবৃন্দ, সদর ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ আরেফ উল্লাহ ছুট্টু, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইসলাম মেম্বার, মোঃ আবুল কাসেম সাওদাগর, আব্দুল গফুর সাওদাগর, মনজুর আলম সওদাগর প্রমূখ।