সিবিএন ডেস্ক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সেক্ষেত্রে, এনামুল হক চৌধুরী সাংবাদিক আবেদ খানের স্থলাভিষিক্ত হলেন। পিআইবির নতুন গঠিত ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি, প্রধান তথ্য কর্মকর্তা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

সদস্য হিসেবে আরও রয়েছেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিউল, বাংলাদেশ পোস্টের এডিটর ইন চীফ শরীফ শাহাবুদ্দিন, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মনজুরুল ইসলাম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরউদ্দিন চৌধুরী।

অন্যদিকে, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এই বোর্ডে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। মনোনীত সদস্যরা পরবর্তী দুই বছরের জন্য নিজ নিজ পদে বহাল থাকবেন।

প্রসঙ্গত, তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবি। পিআইবি সাংবাদিকতা, গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রকাশনা নিয়ে কাজ করে থাকে।