টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর রেপিড এন্টিজেন্ট টেস্ট শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অত্র হাসপাতালে এ টেস্টের মাধ্যমে দুই মিনিটেই করোনার ফলাফল পাওয়া যাবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা যাবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ।
অন্যান্যদের মাঝে মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ প্রণয় রুদ্র, মেডিকেল অফিসার ডাঃ শুভ্র দেবসহ অন্যান্য ডাক্তারগণ, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, আজ ১ম দিনে ১০ জনের পরীক্ষা করে তার মধ্যে ৫ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। মাত্র দুই মিনিটে পাওয়া যাবে এ ফলাফল। তাই আপনারা ঘরে বসে না থেকে করোনা পরীক্ষা করার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চলে আসুন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।