মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে মঙ্গলবার ৬ জুলাই তাঁর নমুনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সিবিএন-কে নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী গত কয়েকদিন থেকে জ্বর, সর্দি সহ বিভিন্ন উপসর্গে ভোগে, তিনি গত ৫ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁর দেহের নমুনা টেস্টে দিলে সেখান থেকে মঙ্গলবার টেস্ট রিপোর্ট পজেটিভ আসে। বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী কুতুবদিয়া অবস্থান করলেও উন্নত চিকিৎসার জন্য তিনি মঙ্গলবার রাত্রেই কক্সবাজার সদরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে সিবিএন-কে জানান।
কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের মরহুম এরশাদ আলী চৌধুরী ও মরহুমা মেহের আনকিচ এর সন্তান সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী’র সুস্থতার জন্য তাঁর সহধর্মিণী তসলিমা চৌধুরী মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।