অনলাইন ডেস্ক: জিম্বাবুয়ের সঙ্গে টানা তিন ম্যাচ সিরিজের শেষ দিনে তামিমের শতকে ভর করে জয় ছিনিয়ে নিয়ে তিন-শূন্যতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াস করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ জুলাই) টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে ৪৯ ওভার তিন বলে সবকটি ইউকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মারমুখি ব্যাট চালায় তামিম ইকবাল, ৯৭ বলে ১১২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন এই ব্যাটসম্যান।

তামিম ইকবালের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নুরুল হাসান। ৩৯ বলেন ৪৫ রান করে তিনি অপরাজিত থেকেছেন। লিটন দাশ করেন ৩৭ বলে ৩২ রান, সাকিল আল হাসান ৪২ বলে ৩০ রান, মোহাম্মদ মিথুন ৫৭ বলে ৩০ রান, আফিফ হোসেন ১৭ বলে ২৬ রান করে ছিলেন অপরাজিত, দলের সিনিয়র ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ শূন্য রানে আউট হয়ে যান।

আজকের ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। প্রত্যেকে তিনটি করে মোট ছয়টি উইকেট নিয়েছেন। এরপর রয়েছেন মাহমুদুল্লাহ দুটি, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করেছেন।