ইউসুফ আরমান:
মুয়াজ্জিনের আযান দূর থেকে ভেসে আসে
ঘুমে বিভোর থাকি আমরা বিছানাতে
ভোরে কিচিরমিচির শুরু পাখিদের কলতান
আযান হলে মজার স্বপ্ন দেখায় শয়তান
ঈমানী শক্তি আছে যাদের অন্তরে
স্বপ্ন ছুটে ফেলে তারা ঘুম ভাঙ্গে
নামাজ পড়ে, কুরআন পড়ে, করে মোনাজাত
বেনামাজি মানুষ ঘুমে থাকে দিন-রাত
বেশি দিন থাকবো না বেঁচে এই দুনিয়ায়
কখন কার মৃত্যু কিভাবে হবে কারো জানা নাই
পরকালে হিসাব নিকাশ চলবে
দুনিয়ায় হায়াত কিভাবে কাটালাম এমন প্রশ্ন করবে?

ইউসুফ আরমান
কলামিষ্ট ও সাহিত্যিক
দক্ষিণ সাহিত্যিকাপল্লী
বিজিবি স্কুল রোড় সংলগ্ন
পৌরসভা, কক্সবাজার।
০১৮১৫৮০৪৩৮৮/০১৬১৫৮০৪৩৮৮
yousufarmancox@gmail.com