– গোলাম নাজের

(ছড়া-১)
করোনাকে দোষ দেই
নিজের দোষ ঢেকে,
যখন তখন বের হই
নিজের ঘর থেকে।
স্বাস্থ্য বিধি মানতে চায় না
দেখি সবার মন,
টীকা নেই, মাস্ক নেই,
ছুটছে মানুষজন।
শ্রদ্ধা নেই, নিয়ম নেই
যেমন তেমন চলা,
ইচ্ছে মতো চলছে বলেই
খাচ্ছে সবার ঠেলা।
ডান্ডা দিলে ঠান্ডা হবে
এসব পুরান কথা,
স্বাস্থ্য বিধি মানতে কেন
দিলে লাগে ব্যথা ?
নিয়ম কানুন মানা ছাড়া
আর কী উপায় আছে?
কেন জানি মানুষজন
আজও পিছে আছে ?
মরণ জানি আসবে সেদিন
যেদিন হুকুম হবে,
তাই বলে কী আগেভাগেই
আগুনে ঝাঁপ দেবে ?

ছড়া-২
সরকারকে দোষ দেই
কেন বোকার মতো,
নিজের দোষ চেপে রেখে
ভান করি শতো !
যত কথাই বলুক সবাই
নিজের দোষে দোষী,
স্বীকার করো, না-ই করো
চলবে সবাই ভাসি।
কিংবা পাত্তা না-ই দিলে
খাল কেটে কুমির আনলে,
সেই কুমিরে খাবে তোকে
কী হবে এখন জানলে ?
চলুন সবাই নিয়ম মানি
সুদিন আবার বয়ে আনি,
মাস্ক পরবো,টীকা দেবো
বিপদ যেন আর না আনি।
নৈতিকতা, শালীনতা
দেখাই সবাই আজ,
স্বাস্থ্য বিধি চললে মেনে
করোনা পাবে লাজ।
আল্লাহ তুমি রহম করো
বাঁচাও মানবজাতি,
তুমিই পারো দূর করতে
সবার এ দুর্গতি।