ভ্যাক্সিন ও জীবন !

প্রকাশ: ৪ আগস্ট, ২০২১ ১১:১৪ , আপডেট: ৪ আগস্ট, ২০২১ ১১:১৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ফেসবুক কর্ণার:
পৃথিবীর মানুষ দুই রকমের :
১.ভ্যাক্সিন গ্রহণকারী
২. ভ্যাক্সিন না গ্রহণকারী
ভ্যাক্সিন কেন নিবেন ?
♥ সংক্রমণের বিস্তার কমানোর জন্য, করোনার দ্রুত ছড়িয়ে পড়া কমে আসবে গণহারে টিকা গ্রহণের মাধ্যমে
♥ যারা ভ্যাক্সিন নিয়েছেন তাদের মধ্যে করোনার জটিলতা খুবই কম বা অল্পতেই সেরে উঠছেন
♥ জীবন বাঁচানোর জন্য , নিজের ও পরিবারের সদস্যদের- তদুপরি পুরো সমাজ ও রাষ্ট্রের সবার
♥ যতক্ষণ আপনি সুরক্ষিত নন, ততক্ষণ ঝুঁকিমুক্ত নন আপনি
আপাত লক্ষণ না থাকলেও আপনার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস অন্যদের মাঝে
♥আমদানিকৃত ভ্যাক্সিন আপনার জন্য নিরাপদ বলেই সরকার গ্ণটিকা প্রদান কার্যক্রম হাতে নিয়েছে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে এইসব ভ্যাক্সিনের কার্যকারীতা 70-92% যা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত
♥ডেল্টা ভ্যারিয়েন্ট এ আক্রান্তদের মাঝে যাদের অবস্থা বেশি শোচনীয় বা আই সি ইউ (ICU) সাপোর্ট লাগছে তারা বেশিরভাগই টিকা গ্রহণ করেনি বা সুযোগ থাকা সত্ত্বেও টিকা নেন নি
ভ্যাক্সিন নিজে নেওয়া এবং অন্যদেরকে ভ্যাক্সিন নিতে আগ্রহী করে তোলা আপনার – আমার সবার সামাজিক দায়িত্ব ,
স্বাস্থ্যবিধি মেনে টিকা নিন, পরিবারের সবার ( যাদের জন্য প্রযোজ্য ) টিকা গ্রহণে সচেষ্ট হউন, প্রতিবেশীকে সহযোগিতা করুন ও আশ্বস্ত করুন
আপনার পরিবার, মহল্লা, গ্রাম , ইউনিয়ন , উপজেলা,জেলার টোটাল জনসং্খ্যার ৮০% মানুষ যখন পরিপূর্ণভাবে ভ্যাক্সিনের আওতায় আসবে তখন আপনি মাস্কসহ ঘুরতে পারবেন , নিজেকে সুরক্ষিত ও নিরাপদ ধরে নিতে পারবেন !
আপাতত আপনার হাতের নাগালে যে টিকা বিদ্যমান তাতে আস্থা ও ভরসা রাখুন এবং মহামারির টেনশন , যন্ত্রণা , রোগের ভোগান্তি , হাসপাতাল, অক্সিজেন সিলিন্ডার , অতিরিক্ত চিকিৎসা ব্যয় , প্রিয়জন হারানোর নিদারুণ কষ্ট ইত্যাদি হতে রেহাই পেতে দ্রুত টিকা নিন।

 

Ashiqur Rahman -এর ফেসবুক টাইমলাইন থেকে।