অনলাইন ডেস্ক: এসএমএস (ক্ষুদে বার্তা) না পেলে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
রোববার (৮ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়ালি স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষুদে বার্তা না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। অনেক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।
ডা. মো. নাজমুল ইসলাম বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী তুলনায় পুরুষের সংখ্যা বেশি। তবে গর্ভবর্তী নারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনাকালে চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা সাধারণ ছুটি নিতে পারছেন না। তারা ছুটি নিলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই তারা স্যাক্রিফাইস করে ছুটি নিচ্ছেন না। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।