-গোলাম নাজের
ঐশী, শশী,তানভীর
আমার নাতি কতো,
দেখতে লাগে ভালোতাদের
হীরক রাজার মতো।
কেউ গানে, কেউ রাঁধায়
জানি সবার সেরা,
কেউ বা বিদ্যা রূপে-গুণে
ছুঁইতে পারে কারা ?
রান্নার খোশবু আসছে ভেসে
বুড়ো নানুর নাকে,
এখন শুধু সুযোগ খুঁজি
কখন ছুটি ফাঁকে।
বুঝে গেছি রান্না চর্চা
করছো কেন এতো,
কান্না চর্চা করো যদি
লাগবে সময় মতো।
আল্লাহ রাসূল চলো মেনে
সত্যের উপর থেকো,
যতোই পারো মুরুব্বিদের
শ্রদ্ধা করতে শেখো।
শুধুই জ্ঞান অর্জন করে
কেউ কী মানুষ হয় ?
নৈতিকতা আর ভদ্রতা
যদি ফেলে রয় ?
সব কিছুতে সেরা হয়ে
মোদের নাম রেখো,
জ্ঞানে-গুণে, ধনে-মানে
সবার মনে থেকো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।