মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারীতে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় দায়ে ১৩টি দোকানকে ৬,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৯ আগষ্ট) উপজেলা ও পৌর সদর এর এলাকায় র্যাব’র সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার(ভুমি) আবু রায়হান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, লকডাউন চলাকালে সরকারের দেওয়া বিধি-নিষেধগুলো মেনে চলার ব্যবসায়ীদের দায়িত্ব থাকলেও এ সব তারা অমান্য করে বিভিন্ন কৌশলে দোকান খোলা রেখেছে। যার কারনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।