জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি ইন্টেলিজেন্স শাহ মো. আবদুর রউফকে হঠাৎ চট্টগ্রাম পিবিআইতে সরিয়ে নেওয়া হচ্ছে। এডিসি ইন্টেলিজেন্স হিসেবে যোগ দেওয়ার মাত্র ৪১ দিনের ব্যবধানে তাঁর এ বদলি।
সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজির আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
জানা গেছে, শাহ মো. আবদুর রউফ চলতি বছরের ২৯ জুন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স) হিসেবে সিএমপিতে যোগ দেন। এ পদে যোগদানের মাত্র ৪১ দিনের ব্যবধানে এলো তাঁর বদলির আদেশ। এবার তাঁকে যেতে হচ্ছে পিবিআই সদর দপ্তরে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।