আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়,উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদসহ নেপাল দেব নাথ (৩৫) ও মিশন কান্তি নাথকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহাদত হোসেন (২৮),গিয়াস উদ্দিন (৫০),অপু দে (৪৫) ও মো.শওকতকে (২৪) গ্রেপ্তার করা হয়। এদের প্রত্যেকের বাড়ি আনোয়ারা উপজেলায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আনোয়ারায় পরোয়ানাভুক্ত ও চোলাই মদসহ গ্রেপ্তার ৬
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।