বিশ্ব ডেস্ক: নতুন এক স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে ব্যর্থ হলো পার্শ্ববর্তী দেশ ভারত। যান্ত্রিক ত্রুটির কারণে ইওএস-০৩ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর কক্ষপথে পৌঁছতে পারনি।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরপরই সে খবর টুইট করে জানিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
বেশ উচ্ছ্বসিত ইসরোর কর্মীদের তাল কাটে কিছুক্ষণ পরেই। ইসরো জানায়, প্রথম ও দ্বিতীয় ধাপে রকেটের কার্যক্রম স্বাভাবিকই ছিল। কিন্তু তৃতীয় ধাপ অর্থাৎ, চূড়ান্ত ধাপে যাওয়ার পর এতে কারিগরি গোলযোগ দেখা দেয়।
ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, ক্রায়োজেনিক স্তরে ত্রুটি থাকার ফলে উপগ্রহটিকে কক্ষপথে বসানো যায়নি।
পৃথিবীতে ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার জন্য উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইটটি। চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান ছিল এটি। চার বছর পর এই প্রথম ব্যর্থ হল স্যাটেলাইট মিশন। সূত্র : বিবিসি ও আলজাজিরা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।