আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদকে চট্টগ্রাম জেলার প্রথম ও রেঞ্জের দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে জেলা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। পরে তিনি শ্রেষ্ঠ ওসি জাকের হোসাইন মাহমুদকে তার পুরস্কারটি তুলে দেন।
এসময় চট্টগ্রাম জেলা পুলিশ (দক্ষিণ) এর অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাকের হোসাইন মাহমুদ বলেন,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে লোহাগাড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণকে সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
যোগদানের পর থেকে আমি আইনশৃঙ্খলার উন্নয়নে চেষ্টা করছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা একান্ত কাম্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।