আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মরহুম নুরুল আবছার চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ( ১৪ আগস্ট) বিকালে উপজেলার সদরের রশিদের পাড়ায় এতিমখানায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জেয়ারতের আয়োজন করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ।
এসময় উপস্থিত ছিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহাজাদা তৈয়বুল হক বেদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো: ইসহাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ- সভাপতি মো: আইয়ুব, সহ- সভাপতি মোঃ হামিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম, প্রচার সম্পাদক কাইসার, ক্রিড়া সম্পাদক এনামুল হক, যুগ্ম আহবায়ক এরশাদুজ্জান, অর্থ সম্পাদক নবী হোসেন, শ্রম সম্পাদ এরাশাদ, চরম্বা ইউনিয়ন জাতীয় শ্রমিক সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ। দোয়া মাহফিল শেষে মরহুমের পুষ্পমাল্য অর্পন করা হয়।
জানা যায়, নুরুল আবছার চৌধুরী ছিলেন আওয়ামীলীগের দুঃসময়ের অভিবাবক, তৃণমূল কর্মীদের হৃদয়ের স্পন্দন,ত্যাগী ও পরীক্ষীত নেতা। আজীবন দল ও জসাধারণ মানুষকে ভালবেসে গেছেন সদা হাসোজ্জল এই মানুষটি। লোহাগাড়ার রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে আজীবন মনে রাখবেন৷
উল্লেখ্য – ২০১৯ সালের ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৪ আগস্ট বুধবার দুপুর ২টায় নামাজে জানাজা শেষে রশিদের পাড়াস্থ পারিবারিক তাকে কবরস্থানে দাফন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।