অনলাইন ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজে যেকোনো ধরনের সংঘাত এড়াতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (১৪ আগস্ট) কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন। এ সময় ক্যাম্পাসে করা যাবে না রাজনৈতিক কোনো কর্মসূচি, সভা-সেমিনার এমনকি মিছিল-স্লোগানও।

অধ্যাপক সাহেনা আক্তার বলেন, আমরা চাই কলেজ ক্যাম্পাসে কোনো সংঘাতের ঘটনা না ঘটুক। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হোক, যে কারণে আবারও ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনেক দিন পর আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে কলেজে প্রফেশনাল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত শুধু শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে। এছাড়া সব জাতীয় দিবসসহ কলেজের সবরকম কার্যক্রম নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কলেজে দীর্ঘদিন ধরে ২টি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই মধ্যে বেশ কয়েকবার তারা একে অপরের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অধীর আগ্রহে আছে। এরই মধ্যে যদি আবারও কোনো সংঘর্ষের ঘটনা ঘটে, তবে সবকিছুই নষ্ট হয়ে যাবে। আবারও আটকে যাবে পরীক্ষা। এমনিতেই করোনা কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। তাই এই পরীক্ষা আটকে যাওয়ার পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য এমন বিজ্ঞপ্তি দিয়েছি।

তিনি জানান, ২০২১ সালের ৩ মার্চ চমেকের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সভা, সেমিনার, মিছিল-স্লোগানসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জাতীয় দিবস বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা সমাবেশ, মিছিলসহ ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকতে ও তাদের সেটি স্মরণ করিয়ে দিতেই পুনরায় নির্দেশনা দেয়া হলো।- আরটিভি