চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় শনাক্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
রবিবার(১৫আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০১টি নমুনা পরীক্ষায় ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে রাউজানে সর্বোচ্চ ৫০ জন শনাক্ত হয়েছে।
চবি ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষায় ১১০ জনের, বিআইটিআইডি ল্যাবে ৮৩০টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের, চমেক ল্যাবে ৩২৩ টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের, সিভাসু র্যাবে ২৫৪ টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের, কক্সবাজার ম্যাডিক্যাল কলেজ ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষায় ৩ জনের, শেভরন ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষায় ২০জনের, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ৪৭টি নমুনা পরীক্ষায় ১৫ জনের, আরটিআরএল-এ ১৮টি নমুনা পরীক্ষায় ৬জনের, মেডিক্যাল সেন্টার ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষায় ১৪ জনের এবং এপিক হেলথ কেয়ারে ৫৮টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া ২০৬টি অ্যান্টিজেন টেস্ট করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছে ১ হাজার ১২১ জন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।