প্রেস বিজ্ঞপ্তি:

জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠান গত ১৫ ই আগস্ট ২০২১ ভোরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।  সকাল দশটায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক “স্পিস ফাস্ট 2021” এর দেড় শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে এক সপ্তাহব্যাপী ১২ টি সিলেকসান রাউন্ডের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের অংশ গ্রহনে “স্পিস ফাস্ট 2021” এর গ্রান্ড ফিনালে জুম প্লাটফর্মে প্রতিষ্ঠান ফেসবুক লাইভে অনুষ্ঠিত হয়। আইপিএসসি ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত এই পর্বে মডারেটর সহকারি শিক্ষক জুয়েল চৌধুরীর স্বাগত বক্তব্যের পর ডেজলার গ্রুপ (একাদশ-দ্বাদশ), স্পার্কলার গ্রুপ (নবম-দশম), শাইনার গ্রুপ (ষষ্ঠ-অষ্টম), রাইজার গ্রুপ (তৃতীয়-পঞ্চম) ও শ্রেণী চ্যাম্পিয়নরা তাদের শো ডিবেট উপস্হাপন করে এবং শেষ পর্যায়ে ধন্যবাদ বক্তব্য দেন মডারেটর সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমদ। দ্বিতীয় পর্বে সকাল 11 টায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজি এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক কানিজ ফাতিমা। সভাপতির ভাষণে অধ্যক্ষ শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধুর সফল জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন ও অসমাপ্ত আত্মজীবনী অধ্যায়নের পরামর্শ দেন। অতঃপর 15 ই আগস্ট শহীদ হওয়া জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সবশেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও শ্রেণি চ্যাম্পিয়নদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জেকসন দাশ।