আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অসহায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৮ আগস্ট ) বিকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম – ১৫ আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুছ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লোহাগাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক ওবায়দুল হক, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান, ইউপি সদস্য আলী আক্কাস প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ড. আবু রেজা নদভী এমপি বলেন, ইউনুছ চেয়ারম্যান একজন আলোকিত চেয়ারম্যান। এলাকার অবকাঠামো উন্নয়নে তিনি খুব নিবেদিত। অনুষ্ঠানে ২০ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন ও ৫০ প্রতিবন্ধি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয় ।