আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার পুটিবিলার গৌড়স্থান নায়াবাজারে হাফেজ আবু তাহের মার্কেটে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে দুটি ফার্ণিচার দোকানসহ মোট ৫ টি দোকান পুড়েছে।

শুক্রবার ( ২০ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের মিলন কান্তি নাথের লন্ড্রি দোকানের কয়লার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন স্থানীয়া। মূহুর্তেই আশপাশের সব দোকানে ছড়িয়ে পরে।

আগুনে আব্দুল করিম সওদাগরের দুটি ফার্ণিচারের দোকান, সাইকেল ফার্টসের বাদশার দোকান , পারভেজের হার্ডওয়াড দোকান ও মিলন কান্তি নাথের
লন্ড্রি দোকান পুড়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন নিশ্চিত করে বলেন, সকাল ১১ টার দিকে স্থানীয়রা আমাদের আগুন লাগার খবর দেয়।

খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের পৌছার পৃর্বে স্থানীয়রা আগুন নিভিয়ে পেলেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৩ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ বলেন সকাল সাড়ে ১০ টার দিকে নয়া বাজারের হাফেজ আবু তাহের মার্কেটে আগুন লাগে। আগুনে দুটি ফার্ণিচারের দোকানসহ মোট পাঁচটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।