আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বৈরাগ ওমরপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার মো.আরিফ (২২) উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী গ্রামের জাফর আহমদের ছেলে।
পুলিশ জানায়,উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে ২০০ লিটার মদ এনেছিলেন ওই ব্যক্তি। তার সঙ্গে জাহাঙ্গীর নামে আরেক ব্যক্তি এ ব্যবসায় জড়িত আছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন,তারা নিয়মিত মদ এনে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করেন। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।