আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এসব চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়।
রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে এসব তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এ সময় উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান ও জাইকার ইউজিডিপি প্রজেক্টের ইউডিএফ পাপিয়া চাকমা উপস্থিত ছিলেন।
সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের মধ্যে ছিল এয়ারকন্ডিশনার ৩টি,ইসিজি মেশিন একটি,আইপিএস ৬টি,অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সম্পর্কিত চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।