লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতকের লাশ কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরের নেয়াজর টেক এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবদু্ল মালেক জানান, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে পরিদর্শন করি। সেখানে সদ্য ভূমিষ্ট হওয়া এক নবজাতকের লাশ কার্টনে মোড়ানো অবস্থায় কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে। স্থানায়ী কবরস্থানে নবজাতকটি দাফনের ব্যবস্হ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।