দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। (২৩ আগস্ট) সোমবার রাতে উপজেলার কেরানীহাটের একটি ভবনের পরিত্যক্ত একটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবু তাহের (৫২), মো. আবদুর রহিম (২৫), মো. আনোয়ার হোসেন (৩৩), মো, ইব্রািহম (৩৫), আবদুল আজিজ (৪৭), মো. ইলিয়াছ (২৯), মো. খুইল্যা মিয়া (৪৫), মোহাম্মদ রফিক (৩৭) ও মো. জানে আলম (৪০)।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, সোমবার রাত ১১টার দিকে কেরানীহাট মধুবনের উপরে তৃতীয় তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতকানিয়া জুয়া খেলার সময় ৯ জনকে আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।