লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট ( বুধবার ) বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আনিস উল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা মৎস্যজীবীলগের যুগ্ম আহবায়ক সুরজ চন্দ্র দাশ। সাধারণ সম্পাদক হারুনর রশীদ রাশুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, শিবু রঞ্জন পাল, আব্দুল জাব্বার মেম্বার,সাংগঠনিক সম্পাদক পারভেজ কোম্পানি, দপ্তর সম্পাদক শহীদুর রহমান কোম্পানি প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।