আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে দক্ষিণ শাহমীরপুর গাউসিয়া শাহ আমিন হাশেমিয়া মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়।
বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এর সহায়তা করে আনোয়ারা নবীন ব্লাড ডোনারস সোসাইটি। এতে ১২০০ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কফিল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম রফিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুনুর রশীদ তালুকদার, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, বড়উঠান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, মো. ইলিয়াস মেম্বার, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহসম্পাদক মুহাম্মদ ইনাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল কুদ্দুস মনি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহাদুর খান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. সেলিম, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন মাঝি, বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সজীব, আশফাক মনির, আমজাদ হোসাইন, হোসাইন, আরিফ, জাবেদ, রিফাত, বাপ্পারাজ, বেলাল, রকিব, জাকারিয়া, রাসেলসহ নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।